ক্যামেরা ব্যবহার করে যখন ছবি বা ভিডিও তুলতে যাই তখন সাটারের ক্লিক শদ শুনতে পাই। পাবলিক প্লেসে ছবি তুলতে গেলে অনেক সময় দেখা যায় অনেকেই আড় চোখে তাকাচ্ছে। সবাই তো আর বেপরোয়া নয়। এই বাঁকা চাহনি ফাঁকা হলেও অনেকের কাছে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। জাভা ফোনগুলোর ক্যামেরার সাটার সাউন্ড বন্ধ করার অপশান ছিলো। কিন্তু এন্ড্রয়েড ফোনের বিল্টইন ক্যামেরায় শব্দ বন্ধের অপশান নেই। তবে কি নিরবে ছবি তোলার কোন সুযোগ নেই!
নিশ্চয়ই মজিলা আপুর আগুন শিয়ালটাকে খুলে নিয়ে গগজ চোখে গুগলে গোল গোল
অক্ষরে খোজ দ্যা সার্চ মিশন চালাচ্ছেন। খুঁজতে থাকো। আমি এর মধ্যে তোমাকে একটা
উপায় বাতলে দেই। আশা করি খুশী হবে।
*** ক্যামেরার শব্দ বন্ধ করার তিনটি উপায় আমি জানি।
- তোমার ফোন টিকে সাইলেন্ট দ্যা নিশ্চুপ মুডে রাখুন।
- Uva Silent Widget Camera Android App ব্যবহার করতে পারো।
- CyanogenMod 7.1.0 ইনস্টল করতে পারো।
১।
তোমার ফোনটিকে সাইলেন্ট আই মিন বোবা দ্যা বরফি মুডে রাখো।
হিরো তুমি যদি তোমার ফোনের রিংগিং ভলিউম জিরোতে রাখ তাহলে যতই ঝুনঝুনি
বাজাও না কেন ছবি তোলার শব্দ মুন্না শুনতে না পাবে। তাই সাটার শব্দ বন্ধের এটা
হচ্ছে সব থেকে সহজতম চমৎকার পদ্ধতি। অজ্ঞানীদের বলার দরকার ছিলো না কিন্তু তোমরা
যারা বিজ্ঞানী তারা অনেক জটিল ভাবনায় ব্যস্ত থাকতে পারো তাই তাদের উদ্দেশ্যে বলছি,
ক্যামেরা সাইলেন্ট মুডে রাখলে কিন্তু ফোন কল, এসএসএস, ইমেইলের আগমন ধ্বনি শুনতে
পাবে না। অনেকে অবশ্য মনে করেন সাইলেন্ট আর ভাইব্রেশান একই জিনিস। যাই হোক এটা
আপনাদের নিজস্ব ভাবনা। আমি বিতর্কে যেতে চাই না। আমার ক্লাসফ্রেন্ড ফারহানার
বিশ্বাস ছিলো ফোন ভাইব্রেশানে রাখলে অল্পদিনে এটা আয়ূষ্কাল শেষ হয়ে যায়। তাই সে
সাইলেন্ট করত বাট ভাইব্রেশান দিত না। ফলশ্রুতিতে অনেক কিছু মিস হয়ে যেত। তাই দেরী
করে মিস করবেন না। তাহলে জনৈক মিস ফিউচার কালে যার কিনা আপনার মিসেস হবার সম্ভাবণা
আছে তিনি কিন্তু ক্রোধে ভাইব্রেট করতে পারেন। আর সেই ভূমিকম্প থামাতে আপনার
মানিব্যাগ আই মিন টাকার বস্তার কি হাল হবে ভেবে দেখুন তো! .
২। Uva নিশ্চুপ উইজেট ক্যামেরা এপ্লিকেশন ব্যবহার করো।
Uva Silent Widget
Camera এন্ড্রয়েড
এপ্লিকেশন ব্যবহার করে তুমি নিরবে ফটো তুলতে পারবে। হাসপাতালের নার্স, স্কুলের
বান্ধবী, রিকশার ছলনাময়ী ললনা কেউই টের পাবেনা। যদিও কারো সম্মতি ছাড়া ছবি তোলা
পৃথিবীর আইনে কবিরা গুনাহ। ফোনকে ঘুম পাড়িয়ে রাখা মানে বরফি দ্যা সাইলেন্ট মুডে
রাখার থেকে এই পধতি অনেক বেটার। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এই ঠিকানায় https://play.google.com/store/apps/details?id=Cam.SILENT ।
৩।
CyanogenMod 7.1.0 ইনস্টল করো।
Cyanogen Mod 7 এর যেকোনো আপডেট স্থাপন করে আ ইন্সটল করে তুমি খুব সহজে ক্যামেরার
গলা চেপে ধরতে . এই আপডেট
এন্ড্রয়েডের সিস্টেওম ফাইলে থাকা OGGs ফাইলকে আপডেট করে এবং ডিফল্ট থাকা সাউন্ড ফাইলকে ওভাররাইট করে
ডিস্যাবল করে দেয়।
After installing CyanogenMod
7.1.0 ইন্সটল করার পরে প্রতিটি আপডেটের জন্য তোমাকে ROM এর রিফ্লাশের দরকার হবে। তোমার রুটেড ফোনে একবার CyanogenMod 7.1.0 হয়ে গেলে নিচের পরিক্রমায় যাও আর ক্যামেরার শব্দ
বন্ধ করে দাও।
Settings > CyanogenMod settings >
Sound আর সিলেক্ট করো Mute camera shutter ।
ওয়ার্নিং
দেখে ভয় পেয়োনা। বাঙালীর অল্পতে নাকি ভয় পেয়ে যুদ্ধে যাওয়ার অভ্যেষ। OK তে ওকে করে বেরিয়ে আসো।
বুঝলে ভালো। না বুঝলে আরো ভালো। টুইটারে বলে দিয়ো কি এবং কেন বুঝলে
না,
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন