সুত্রপাঠ

কিভাবে প্রতিটি পোস্টের নিচে সাবস্ক্রাইব লিংক যোগ করবেন!

লেখকঃ Sardar Ferdous Ibn Motiur প্রকাশের সময় ৭ জানু, ২০১৩ মন্তব্য 0 মন্তব্য
ব্যস্ত জীবন ব্যস্ত মানুষ। তাই সবার পক্ষে প্রতিদিন কোন সাইট ভিজিট করা সম্ভব না। আগ্রহী পাঠকের তাই উচিত হবে সাইটটি সাবস্ক্রাইব করে নেয়া। যাতে নতুন কোন পোস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে সে ইমেইলের মাধ্যমে সেটা জানতে পারে। প্রতিটি পোস্টের নিচে কিভাবে সাবস্কাইব বাটন যোগ করতে হবে আমার আজকের পোস্ট সেই বিষয়ে।

১।  ব্লগার ড্যাশবোর্ডে লগিন করো à  সেটিংস à লে আউট à এডিট  HTML এ যাও।

২।  "Expand Widget Templates" এ ক্লিক করো

৩। ctrl + F  চেপে    ]]>  ট্যাগটি খুঁজে বের করো।

৪। এখন  ]]>  ট্যাগের পূর্বে নিচের কোডটি যোগ করো।

.footerfeedbox {
background-color: #ffff66;
width: 90%;
margin: 10px 14px 20px 14px;
padding: 4px;
border: 1px solid #dddddd;
text-align: center;
}

৫। এবার ctrl + F চেপে নিচের কোডটি খুঁজে বের করো।

<div class='post-footer'>

৬। উপরের লাইনের ঠিক আগে নিচের কোডটি বসিয়ে দাও।

<div align='center'><div class='footerfeedbox'>
<a href="YOUR BLOG FEEDBURNER ADDRESS" title="Subscribe to my feed" rel="alternate" type="application/rss+xml">
<img src='LINK TO FEEDBURNER ICON' alt="" style="border:0" />Like this article? Subscribe to the RSS feed!</a></div></div>

মনে রেখঃ  YOUR BLOG FEEDBURNER ADDRESS  এবং  LINK TO FEEDBURNER ICON  এর জায়গায় তোমার নিজের তথ্য দিতে হবে।

৭। তোমার কাজ শেষ। প্রিভিউ দেখে টেম্পলেট সেভ করো। যদি কিছু শেখাতে পারি তো ভাললাগা রেখে যাও।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন