সুত্রপাঠ

কিভাবে ব্লগারের কমেন্ট ফরম পরিবর্তন করা যায়।

লেখকঃ Sardar Ferdous Ibn Motiur প্রকাশের সময় ৭ জানু, ২০১৩ মন্তব্য 1 মন্তব্য

ব্লগ সাইটের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি বলতে পারবে? অবশ্যই মানসম্মত পোস্ট। আর লেখক যখন কষ্ট করে লেখেন তখন অবশ্যই মন্তব্য আশা করেন। আজ আমি অল্প কথায় বলব কিভাবে সিএসএস ব্যবহার করে মন্তব্য ফরমটি আকর্ষণীয় করা যায়। যদি তুমি কমেন্ট ফরমটি সহজে পরিবর্তন করতে চাও তবে নিচের কাজটি করো।







১। ব্লগার ড্যাশবোর্ডে লগিন করো। --> layout- -> Edit HTML
২। কন্ট্রোল + এফ চেপে ]]></b:skin>  খুঁজে বের করো।
৩। নিচের কোডটি কপি করে ]]></b:skin> এর ঠিক পূর্বে বসিয়ে দাও।





#comment-form iframe{
background:#7f9db9 url() no-repeat bottom right;
border:7px solid #eeeeee;
padding:5px;
font:normal 12pt "ms sans serif", Arial;
color:#000000;
width:95%;
height:250px;
}
#comment-form iframe:hover{
background:#7f9db9 url() no-repeat bottom right;
border:7px solid #bababa;
}
#comment-form a{
color:#ffffff;
}

তুমি ইচ্ছে করলে কমেন্ট এর ব্যাকগ্রাউন্ড ইমেজ, রঙ, প্রশস্ততা, উচ্চতা ইচ্ছেমত বদলে নিতে পারো। এবার টেম্পলেট সেভ করো। কাজ শেষ।

1 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

^ ☼☼উপরে যাও☼☼ ^