সুত্রপাঠ

ডোমেইনের নামকরণ

লেখকঃ Sardar Ferdous Ibn Motiur প্রকাশের সময় ১১ জানু, ২০১৩ মন্তব্য 2 মন্তব্য
যারা ডোমেইন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য দরকারী কিছু টিপস নিয়ে হাজির হলাম। আশাকরি কাজে দেবে।

১. নামকরনঃ আপনার ডোমেইন নেম ব্যবসার নামের সাথে মিলিয়ে পছন্দ করুন। যাতে ভিজিটর আপনার ব্যবসার নাম মনে করেই ওয়েবসাইটে যেতে পারে।

২. সহজঃ ডোমেইন নেম খুবই সংক্ষিপ্ত এবং সহজে মনে রাখা যায় এমন হতে হবে। এতে ভিজিটর আপনার ওয়েব সাইটের নাম মনে রাখতে পারবে এবং পরিবর্তিতে আবার আপনার সাইটে আসতে পারবে।

৩. সংক্ষিপ্তঃ ডোমেইন নেম পছন্দের ক্ষেত্রে ৪/৫ ক্যারেক্টারকে প্রাধান্য দিন। লম্বা ডোমেইন নেম পরিহার করুন। যেমন- http://www.sutropath.com এটা মনে রাখা কষ্ট সাধ্য। তাই সব সময় অধিক বড় ডোমেইন নেম পছন্দ করা পরিহার করুন।

৪. সতর্কতাঃ আপনার ডোমেইন নেমটি যদি মানুষের সহজেই টাইপ করতে ভুল হওয়ার সম্ভবনা থাকে তাহলে ভুল নামটি ও রেজিস্ট্রেশন করুন।

৫. আবার সংক্ষেপঃ আপনার যদি abbreviations ব্যবহার করার দরকার পড়ে তাহলে অর্থবোধক হয়এবং সহজে মনে রাখা যায় এমন কিছু ব্যবহার করুন। যেমন –shahjalaluniversityofscience&technology.edu সংক্ষেপে হয়েছে sust.edu

৬. হাইফেনঃ হাইফেন যথাসম্ভব পরিহার করুন। যেমন- http://www.sutro-path.com ব্যবহার না করে http://www.sutropath.com ব্যবহার করুন।

৭. ২/৪: To এবং for এর ব্যবহার এড়িয়ে চলুন। কারণ ভিজিটর 2 এবং 4 মনে করতে পারে।

৮. ইউনিকঃ আপনার ডোমেইনটি যাতে অন্য কারো নামের সাথে মিল না থাকে সে দিকে খেয়াল রাখবেন। যদি মিলে যায় তাহলে ভিজিটরদের মধ্যে কনফিউশন তৈরি হবে।

আশাকরি আপনার ডোমেইনের কারণে আপনিও একদিন ওয়েব জগতে ইউনিক হয়ে উঠতে পারবেন।

2 মন্তব্য:

আঃ জব্বার বলেছেন...

আসলে কি নামে ডোমেইন খুলবো সেটা ভেবে বের করা অনেক কঠিন একটা ব্যাপার।

সাজাহান বলেছেন...

আমার মনে হয় ইউনিক নাম সাইটকে গুরুত্বপূর্ণ করে তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

^ ☼☼উপরে যাও☼☼ ^