সাধারনতঃ ওয়ার্ডপ্রেস ব্লগগুলোতে ক্যাটাগরী, আর্কাইভ এক সারিতে সো করে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে দুই সারিরে ক্যাটাগরি দেখানো যায়।

১। প্রথমে আপনার এডমিন প্যানেল এ লগইন করে Apearance থেকে Widget এ যান ।
২। যে জায়গায় ক্যাটাগরি গুলো দেখাতে চান সে জায়গায় একটি "Text" Widget বসান ।
৩। "Text" Widget এ নিচের কোড গুলো বসান,
<div style='float:left; width:45%;'>
<ul>
<li><a href="#">Category 1</a></li>
<li><a href="#">Category 2</a></li>
<li><a href="#">Category 3</a></li>
<li><a href="#">Category 4</a></li>
</ul>
</div>
<div style='float:right; width:45%'>
<ul>
<li><a href="#">Category 5</a></li>
<li><a href="#">Category 6</a></li>
<li><a href="#">Category 7</a></li>
<li><a href="#">Category 8</a></li>
</ul>
</div>
৪। এখানে Category 1,2,3 এ সবের জায়গায় আপনার ক্যাটাগরি এর নাম গুলো বসাতে হবে এবং # এর জায়গায় ক্যাটাগরি এর লিঙ্ক গুলো অবশ্যই বসাতে হবে।
৫। ক্যাটাগরি সংখ্যা বাড়াতে চাইলে <li><a href="#">Category 1</a></li> এই লাইন বসাতে হবে বাড়াতে পারেন । যে কয়টি লাইন বসাবেন সেই কয়টি ক্যাটাগরি দেখাবে।
বিঃদ্রঃ নতুন ক্যাটাগরি যুক্ত করলে তা আপনাকে সেটা ম্যানুয়ালী সেট করতে হবে। একইভাবে ভাবে আর্কাইভকেও দুই সারিতে সাজিয়ে নিতে পারেন মনের মত করে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন