সুত্রপাঠ

প্রতিটি ফেসবুক লাইক শেয়ার বাটন যোগ করা

লেখকঃ Sardar Ferdous Ibn Motiur প্রকাশের সময় ১৩ জানু, ২০১৩ মন্তব্য 0 মন্তব্য
ব্লগে লেখালেখি তখনি স্বার্থকতা পায় যখন পাঠক এটা পড়েন। তোমার ব্লগে খুব বেশী পাঠক না থাকতে পারে কিন্তু সামাজিক যোগাযোগের সাইটগুলোতে অনেক পাঠক পাবে। তুমি ইচ্ছে করলে খুব সহজে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে তোমার পোষ্টের লিংক শেয়ার করতে পারো। নিচের টিউটোরিয়ালে ব্লগারে প্রতিটি পোষ্টের নিচে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের লাইক ও শেয়ার বাটন কিভাবে যোগ করতে হয় সেটা আলোচনা করছি।

১। ব্লগার ড্যাশবোর্ডে যাও। সেটিংস -- > টেম্পলেট -- >  এডিট Html প্রসিড করো।

২। এক্সপ্যান্ড উইজেট টেম্পলেটস এ ক্লিক করো।

৩। কি বোর্ড থেকে  CTRL + F  চেপে  <data:post.body/> লেখা খুঁজে বের করো।

৪। নিচের স্ক্রিপ্টটা <data:post.body/>  এর ঠিক নিচে বসিয়ে দাও। উপরেও বসাতে পারো।

<div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:like font='' href=''

layout='button_count' send='true' show_faces='false' width='500'/>



৫। প্রিভিউ দেখে সেভ করো। কাজ শেষ।  

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

^ ☼☼উপরে যাও☼☼ ^