সুত্রপাঠ

ভালবেসে কারা আলো জেলেছিলো – ওয়েবসাইট কিভাবে আয় করে?

লেখকঃ Sardar Ferdous Ibn Motiur প্রকাশের সময় ৭ জানু, ২০১৩ মন্তব্য 0 মন্তব্য
দান আর অবদান। পাশাপাশি শব্দ কাছাকাছি অর্থ কিন্তু ব্যাপকতা অনেক। আগের দিনে বিত্তশালী মানুষের দানে বাংলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা, মসজিদ মন্দির , পুষ্করিণী বিকাশ লাভ করেছে। সেই মানুষের অবদান তাই আজো বাঙলার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। হাজী মুহাম্মাদ মহসিনের নাম চির অম্লান হয়ে বিরাজ করবে বাংলার বর্ণিল ইতিহাস বইয়ের পাতায়, আমাদের বুকের ছাতির নিচে লুকোনো হৃদপিন্ডের মাঝারে!

টেক পাতায় কাব্য চর্চা বাদ দেই। এটা এখানে বেমানান হয়ে যায়। একসময় নদীমাতৃক বাংলাদেশে মাছ ধরার জালের ছড়াছড়ি।  ডিজিটাল বাংলাদেশে এখন ওয়েবসাইটের ছড়াছড়ি। মিল কিন্তু একটা আছে। নেট মানে জাল , তবে ইন্টার মানে কি খাল? দুই ভূখন্ডের মাঝে প্রসারিত জলে বিস্তার লাভ করে খাল। সো ইন্টার আর খালের মাঝে বিশাল এক মিল আছে। ডিএনএ টেস্টে তার প্রমাণ পাওয়া যাবে।

আর্নিং থ্রু অনলাইন সাইটের মাধ্যমে আমরা টাকা কামানোর নানা ধান্দা সম্পর্কে জ্ঞানলাভ করি। কিন্তু মাঝে মাঝে জানার ইচ্ছে জাগে কিছু কিছু সাইট আছে যারা বিজ্ঞাপণ বা ক্লিক এড এইধরণের কিছু করেনা। তাহলে তারা সার্ভারের ব্যয় কিভাবে বহন করে। এ কি ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো নয়! বাংলা ব্লগিং জগতে স্বর্ণজ্বল নাম সামহোয়্যারইনব্লগ। আমরা তাদের পাতায় কোন বিজ্ঞাপণ দেখিনা। তাহলে তারা কিভাবে তাদের ওয়েবসাইট এর ব্যয় বহন করে? নিজেদের টাকায় নাকি অন্য কোন উপায়ে। সামুর ইনকামে নজরদারী করছি দেখে মামুরা খেপে যেতে পারে। আমি আসলে জানতে চাইছি  সামহোয়্যারইনব্লগ, সোনারবাংলাদেশব্লগ এরা কিভাবে চলে। তাদের কি ইনকামের উৎস আছে? নাকি তারা এ যুগের ডিজিটাল মহসিন।

যারা জানেন তারা আওয়াজ দিয়েন। মনে রাখবেন জ্ঞান বিলোলে বাড়ে বৈ কমে না। আর যারা জানেন না তারা সহমত দিয়েন। এটলিস্ট বাংলা টাইপিং প্রাকটিস তো করে নিলাম।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

^ ☼☼উপরে যাও☼☼ ^